Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেই টিনুই চসিক কাউন্সিলর

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ৮:২৯ পিএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নং চকবাজার ওয়ার্ডে উপ-নির্বাচনে কিশোর গ্যাংয়ের মদদ, সন্ত্রাস ও মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার হয়ে কারাবন্দি কথিত যুবলীগ নেতা নুর মোস্তফা টিনু বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার ইভিএমে অনুষ্ঠিত ভোটে তিনি মিষ্টি কুমড়া প্রতীকে ৭৮৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত অপর প্রার্থী মো. আবদুর রউফ। ব্যাডমিন্টন র‌্যাকেট প্রতীকে পেয়েছেন ৭৭৩ ভোট।
পরপর সাতবার নির্বাচিত প্রবীণ আওয়ামী লীগ নেতা সৈয়দ গোলাম হায়দার মিন্টুর ইন্তেকালে ওই ওয়ার্ডে উপ-নির্বাচন হয়। নিজেকে যুবলীগ নেতা পরিচয় দানকারী টিনুকে ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব। পরে জামিন পেলেও কয়েক মাস আগে আবার তাকে কারাগারে পাঠান আদালত। ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪১ জন। ভোট দিয়েছেন ৬ হাজার ৯৩২ জন। ভোটগ্রহণের হার ২১.৬৩ শতাংশ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ