Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুর শহরের মা ও শিশু প্রাইভেট হাসপাতালে ডাক্তারদের ভুল চিকিৎসায় মো. সিয়াম (১০) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার রাত ১০টার দিকে ওই হাসপাতালে অপারেশন করার সময় সিয়ামের মৃত্যু হয়। ওই ঘটনায় মঙ্গলবার সকালে হাসপাতালের পরিচালক শহিদুল ইসলাম রানাকে আটক করা হয়েছে।

নিহত সিয়াম রায়পুরের পৌর মধুপুর গ্রামের প্রবাসী আমির হোসেনের ছেলে। সে সোনাপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। ঘটরা পর রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আবদুল রশিদ ও ঢাকা থেকে আগত ডা. রহুল আমিন পলাতক রয়েছেন। তবে রুহুল আমিনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সিয়ামের মা পারভিন বেগম বলেন, দুপুরে ছেলের পেটের ব্যথা নিয়ে হাসপাতালে আনেন। রাতে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলে তার ছেলেকে অপারেশনে নেয় ডাক্তাররা। এ সময় তার মৃত্যু হয়। তার অভিযোগ ভুল চিকিৎসার কারণে তার ছেলের মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ