Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিদ্ধিরগঞ্জে ৯ পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ৩:০৬ পিএম

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে চাঁদাবাজিকালে ৯ পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- মো. জুয়েল @ মনির (৩০), মো. শাহীন (২৩), মো. শাহরুফ দেওয়ান (২৪), মো. শরিফ (২০), মো. শহিদ (৩০), দেলোয়ার @ দেলু (৩৮), মো. রমজানুল জামিল (৩৬), নাজিম উদ্দিন (৩৮) ও মো. সুমন (৩১)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৬ হাজার ১শ’ ৩০ টাকা জব্দ করে র‌্যাব।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এর সত্যতা নিশ্চিত করেন
জানতে চাইলে তিনি জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রামগাম মহাসড়ক এলাকায় টেম্পু, সিএনজি এবং লেগুনাসহ বিভিন্ন ধরনের গাড়ির চালকদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে ২৫০ থেকে ৩০০ টাকা চাঁদা আদায় করে আসছে।
এর সত্যতা পেয়ে মঙ্গলবার অভিযান চালিয়ে চাঁদাবাজি কালে তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ