প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সম্প্রতি পাকিস্তান থেকে দেশে ফিরেছেন কিংবদন্তী অভিনেত্রী শবনম। তিনি পাকিস্তান গিয়েছিলেন পিটিভির আমন্ত্রণে। দেশ ফিরে বাসায়ই সময় কাটছে তার। পাকিস্তান সফর নিয়ে তিনি বলেন, খুবই ভালো সফর হয়েছে। পাকিস্তানে এখন অনেক চ্যানেল। তারা আমাকে অনেক সম্মানের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। আমার চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে খুব ভালো ভালো অনুষ্ঠান তৈরি করেছে। এটা আমাকে নস্টালজিক করে তুলেছে। পাকিস্তান সিনেমায় শবনমের অনেক সহকর্মী রয়েছেন। তাদের সঙ্গে দেখা হওয়া নিয়ে তিনি বলেন, ঐ সময়ের বেশিরভাগ শিল্পী বেঁচে নেই। প্রতিবার যখন পাকিস্তানে যাই পাকিস্তানের বিখ্যাত অভিনেত্রী জেবার সঙ্গে দেখা করি। এবারো দেখা হয়েছে। তিনি অসুস্থ ছিলেন। সম্প্রতি উনার ওপেন হার্ট সার্জারি হয়েছে। নায়ক নাদিমের সঙ্গে দেখা হয়েছে। উনি নতুন একটি সিনেমার শুটিং করছেন। শবনম বলেন, জেবা ও আমার মাঝে একসময় পেশাগত প্রতিদ্বন্দ্বিতা ছিল। তবে তা কখনো ঈর্ষার পর্যায়ে যায়নি। রূপালী পর্দায়ই তা সীমাবদ্ধ থাকতো। সিনেমার বাইরে আমি, জেবা, শামিম আরা দীবা, মোহাম্মদ আলী, ওয়াহিদ মুরাদ, নাদিম ভালো বন্ধু ছিলাম। পাকিস্তানে শাহজিয়া মল্লিক নামে শবনমের এক অন্ধ ভক্ত রয়েছে। শবনম বলেন, শাহজিয়া অনেক ভালো মনের। ও এখন আমার ছোট বোনের মতো হয়ে গেছে। আমি যখন একা থাকি, তখন ভাবি একজন শিল্পীর জীবনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভক্তদের ভালোবাসা। যেটা আমি সব সময়ই পেয়েছি। বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশে তার জনপ্রিয়তা নিয়ে বলেন, আমি ভাতে-মাছে বাঙালি। যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় জীবন শুরু করি, তখন এদেশে উর্দু সিনেমার একচ্ছত্র আধিপত্য ছিল। প্রতিদ্বন্দ্বিতা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের সিনেমার মধ্যে। শামিম আরা জেবা, রানী, দীবা এরা পাকিস্তান ফিল্ম ইন্ডাস্ট্রির খুবই জনপ্রিয়। বাংলাদেশেও তারা সমান জনপ্রিয় ছিলেন। আমার মতো নবীন, তার উপর বাঙালি মেয়ে, ওনাদের সঙ্গে পাল্লা দিয়ে উর্দু সিনেমার জনপ্রিয় নায়িকা হতে পেরেছিলাম। এটা সম্ভব হয়েছিলো আমার অধ্যবসায়, কাজের প্রতি শ্রদ্ধা এবং গুণি পরিচালকদের পৃষ্ঠপোষকতায়। প্রয়াত ক্যাপ্টেন এহতেশাম, মুস্তাফিজের মতো মেন্টর আমি পেয়েছিলাম বলেই আজ আমি শবনম হতে পেরেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।