Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া ও কুমিল্লায় চালু হবে স্টার সিনেপ্লেক্স

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

ঢাকার পর এবার বগুড়ায় চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স। বগুড়ার নবাব বাড়ি রোডের সাতমাথা মোড়ে অবস্থিত পুলিশ প্লাজায় সিনেপ্লেক্সটি চালু হবে। আজ বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া এবং মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ঢাকার পর এবার বগুড়ায়ও যাত্রা করছে স্টার সিনেপ্লেক্স। শুধু বগুড়ায়ই নয়, কুমিল্লায়ও চালু করা হবে সিনেপ্লেক্স। এদিকে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, আগামী বছরের মাঝামাঝি ৪২৫ আসন বিশিষ্ট বগুড়ার হলটি উদ্বোধন করা হবে। এর পরপর কুমিল্লার প্রেক্ষাগৃহটি চালু হবে। কর্তৃপক্ষ জানায়, সারাদেশেই সিনেপ্লেক্স চালুর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে এগুলো চালু করা হবে। উল্লেখ্য, ৬টি স্ক্রিন নিয়ে রাজধানীর বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্সের পর ধানমন্ডির সীমান্ত সম্ভারে তিনটি স্ক্রিন, মহাখালীর এসকেএস টাউয়ারে তিনটি স্ক্রিন, মিরপুর সনি সিনেমা হলে তিনটিসহ বর্তমানে ১৫টি স্ক্রিন নিয়ে চলছে স্টার সিনেপ্লেক্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ