Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ব্যোমকেশ বক্সী’ নিয়ে ওয়েব সিরিজে উষসী রায়

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

ওটিটি প্লাটফর্মে যোগ দিচ্ছেন ‘বকুল কথা’খ্যাত অভিনেত্রী উষসী রায়। সৌমিক হালদার পরিচালিত একটি ওয়েব সিরিজে তিনি অভিনয় করবেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ বক্সী’ অবলম্বনে এই ওয়েব সিরিজ ‘ব্যোমকেশ’-এর আসন্ন মৌসুমে অনির্বাণ ভট্টাচার্য ব্যোমকেশ বক্সীর ভূমিকায় অভিনয় করবেন, ঋদিমা ঘোষ অভিনয় করবেন সত্যবতীর ভূমিকায়, উষসী সিরিজের ‘চোরাবালি’ গল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন। বাংলা টিভির দর্শকরা উষসীকে আদর্শ বধূ, কন্যা আর ডানপিটে মেয়ের ভূমিকায় দেখে এসেছে, এবার তাকে দেখা যাবে একেবারে ভিন্ন সাজে। বেশ কিছুদিন উষসী ছোট পর্দা থেকে দূরে আছেন, তিনি এখন তার আসন্ন কাজ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে তিনি অবশ্য ওটিটির জন্য রোমান্টিক কমেডি সিরিজ ‘টুরু লাভ’-এ অভিনয় করেছেন। টিভি পর্দায় তার উপস্থিতি অবশ্য কম, তবে নন-ফিকশনে তাকে মাঝে মাঝে দেখা যায়। টিভিতে উষসীর অভিষেক হয় ‘মিলন তিথি’ ধারাবাহিক দিয়ে, এই সিরিয়ালটি হিট হবার পর তাকে দেখা যায় হানি বাফনার বিপরীতে সুপারহিট ‘বকুল কথা’তে; এতে তিনি টমবয় ধরণের চরিত্রে অভিনয় করেন। এরপর তাকে প্রথম বাঙালি নারী চিকিৎসকের ভূমিকায় দেখা যায় ‘কাদম্বিনী’তে; এই সিরিয়ালটি আকস্মিকভাবেই বন্ধ হয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ