Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জেমস বন্ড’ ড্যানিয়েল ক্রেইগের বাড়ি : রামি মালেক

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

‘জেমস বন্ড’ সিরিজের সর্বশেষ পর্ব ‘নো টাইম টু ডাই’তে ড্যানিয়েল ক্রেইগের সঙ্গে অভিনয় করেছেন অস্কার বিজয়ী রামি মালেক। ফিল্মটি এরই মধ্য মুক্তি পেয়েছে। ‘নো টাইম টু ডাই’তে কল্পিত ব্রিটিশ স্পাই জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করেছেন ক্রেইগ আর মালেক অভিনয় করেছেন ভিলেন লুসিফার সাফিনের ভূমিকায়। ক্রেইগের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা বলতে গিয়ে মালেক বলেন, ‘এমন তো জানতেই চাইবেন। তিনি খুবই বন্ধুত্বপরায়ণ। তিনি উৎসর্গপ্রাণ। আমি জানি, তার মত কেউ কাজ করলে তার প্রশংসা করতে পারেন তিনি, সবার ক্ষেত্রেই তাই।’ মালেক আরও বলেন, ‘আপনি যখন কারও বাড়িতে পা রাখেন খুব শ্রদ্ধাশীল হতে হয়, জিরোজিরো সেভেন, জেমস বন্ড হল ড্যানিয়েলের বাড়ি। তিনি অসম্ভব উদার, বিনয়ী এবং একই সঙ্গে খুঁতখুঁতে। আর তিনি এই অভিজ্ঞতাকে উপভোগ্য করতে সক্ষম। দারুণ মানুষ।’ লুসিফার সাফিন সম্পর্কে তিনি বলেন, ‘সে খুব আকর্ষণীয় আর মানুষকে ভুলিয়ে দিতে সক্ষম। একজন ভিলেন যা হতে পারে সে তাই। চরিত্রটি রূপায়নের সময় ক্যারির (পরিচালক) সঙ্গে আলোচনা করেছি। আমরা খুঁজেছি সে কিভাবে সবাইকে আতঙ্কিত করতে পারবে। দর্শকদের মনে চাপ সৃষ্টি করতে পারবে। বাস্তবতা হবে আসলে ভিলেন কী হতে পারে তাই লুসিফার। সে তার কাজে ভীষণ দক্ষ আর নিষ্ঠুর।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ