রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফটিকছড়িতে ১৭টি চা বাগান শ্রমিকদের মাঝে দেড় কোটি টাকার বেশি টাকা অনুদান হিসেবে বরাদ্দ দিয়েছেন সমাজকল্যাণ অধিদপ্তর। প্রায় মাস খানেক ধরে ফটিকছড়ির ১৭টি চা বাগান শ্রমিকদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ অনুদান হস্তান্তর করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে ফটিকছড়ির সীমান্তবর্তী রামগড় চা বাগানে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রমিকদের মাঝে সর্বশেষ অনুদান হস্তান্তর করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, বাগান বাজার ইউনিয়ন আ›লীগ নেতা শাহাদাৎ হোসেন সাজু। বক্তব্য রাখেন, পঞ্চায়েত সভাপতি মদন রাজগড়, মাস্টার নাছির উদ্দিন চৌধুরী, জয় চন্দ্র দে প্রমুখ।
এ বাগানে ৩৪২ জনকে ৫ হাজার করে ১৭ লাখ ১০ হাজার টাকা এবং পুরো ফটিকছড়িতে এবছর ৩ হাজার ৫৪ জনকে সর্বমোট ১ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। গত বছরও একি পরিমাণ টাকা অনুদান দিয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।