Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনার ফুলবাড়িগেট বাজারে আগুন, কোটি টাকার মালামাল ভস্মীভূত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ৫:৪৭ পিএম

নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ভষ্মিভূত হয়েছে রফিক স্টোরসহ আরো ২টি ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষতির পরিমাণ ১ কোটির টাকার ঊর্ধ্বে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রফিক স্টোরের স্বত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে বাজারের নাইটগার্ডের মোবাইল ফোনের কলের মাধ্যমে জানতে পারি বাজারে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে বাজারে গিয়ে দেখতে পায় ফায়ার ব্রিগেডের দুইটি ইউনিট আমার দোকানের শার্টারের তালা ভেঙ্গে আগুন নেভাতে ব্যস্ত। কিন্তু আগুন নেভানোর পূর্বেই দোকানের সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়। এ সময় পার্শ্ববর্তী বশির বস্ত্রালয় এবং বিসমিল্লাহ কসমেটিস এর দোকানেও আগুন লাগে এবং মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম আরো জানান, ভস্মীভূত শীত মৌসুমের জন্য রাখা কসমেটিকসহ দোকানের অন্যান্য মালামালের মূল্য ১ কোটি টাকার ঊর্ধ্বে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং ১৮৬। তাং ০৫/১০/২০২১।
বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, রফিক স্টোর ছিলো ফুলবাড়িগেট বাজারের সবচেয়ে সফল ব্যবসায়ী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ