Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় ডাকাত ধরতে গিয়ে ওসিসহ চার পুলিশ আহত

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : জেলার হোমনা উপজেলার চৌরাস্তা এলাকায় ডাকাতদের ধরতে গিয়ে ধস্তাধস্তিতে আহত হয়েছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সলসহ চার পুলিশ সদস্য।বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আগ্নেয়াস্ত্রসহ ছয় ডাকাতকে আটক করে পুলিশ। তাদের পরিচয় পাওয়া যায়নি। আহত পুলিশ সদস্যরা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।হোমনা থানার ওসি আবুল ফয়সল জানান, রাতে একদল ডাকাত গৌরীপুর থেকে সিএনজিচালিত অটোরিকশা করে ডাকাতি করতে যাচ্ছিল। চৌরাস্তা এলাকায় অটোরিকশাটিকে থামার সংকেত দেয়া হয়।কিন্তু ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের চারদিক থেকে আটকানোর চেষ্টা করে। এ সময় ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে তিনিসহ ৪ পুলিশ সদস্য হাতে পায়ে ব্যথা পান।এ সময় একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, দুটি রামদা, চারটি মুখোশ, একটা গেট কার্টারসহ ছয় ডাকাতকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ