Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

৮ অক্টোবর শুক্রবারে ১৪ নিয়োগ পরীক্ষা, তীব্র সমালোচনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ১২:৫৭ পিএম

আবারও একই দিনে একাধিক নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর একদিনেই ২১ নিয়োগ পরীক্ষায় হওয়ার পর থেকেই এ নিয়ে সমালোচনা চলছে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে প্রার্থীদের। একই দিনে একাধিক পরীক্ষা থাকায়, একটির বেশি পরীক্ষায় অংশ নিতে পারছেন না তারা। এবার ৮ অক্টোবর, সবমিলিয়ে ১৪ টি নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। আরও দু’একটি পরীক্ষার সূচি প্রকাশ হওয়ার স ম্ভাবনাও আছে।

চাকরি প্রার্থীরা জানিয়েছেন, সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে নিয়োগ পরীক্ষায় তাদের সময় ও অর্থ নষ্ট হচ্ছে।

৮ অক্টোবর যে পরীক্ষাগুলো হবে...

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জেনারেল), সময়: ৮ অক্টোবর, সকাল ১০টা-বেলা ১১টা।

বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর)। পদের নাম: রিসার্চ কেমিস্ট ও রিসার্চ ফেজিসিস্ট। পরীক্ষার তারিখ ও সময়: ৮ অক্টোবর, শুক্রবার, বেলা ১১টা থেকে।

সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি)। পদের নাম: ১১টি পদের এমসিকিউ পরীক্ষা, পরীক্ষার তারিখ ও সময়: ৮ অক্টোবর, শুক্রবার, বেলা সাড়ে ৩টা থেকে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, পরীক্ষার তারিখ ও সময়: ৮ অক্টোবর, শুক্রবার, সকাল ১০টা-বেলা ১১টা।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। পদের নাম: ক্রাফট ইনস্ট্রাক্টর, পরীক্ষার তারিখ ও সময়: ৮ অক্টোবর, শুক্রবার, বেলা ৩টা থেকে।

ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, রিসার্চ অফিসার ও ফিল্ড অফিসার

পরীক্ষার তারিখ ও সময়: সকাল সাড়ে ১০টা, বেলা সাড়ে ৩টা

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)

পদের নাম: সহকারী ব্যবস্থাপক, মেডিকেল অফিসার, সহকারী কর্মকর্তা (সাধারণ), সহকারী কর্মকর্তা (অর্থ) ও সহকারী কারিগরি কর্মকর্তা

পরীক্ষার তারিখ ও সময়: ৮ অক্টোবর, শুক্রবার, বেলা সাড়ে ৩টা-বিকেল সাড়ে ৪টা

সাধারণ বীমা করপোরেশন

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পরীক্ষার তারিখ ও সময়: ৮ অক্টোবর, শুক্রবার, বেলা সাড়ে ৩টা-বিকেল সাড়ে ৪টা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড

পদের নাম: সহকারী প্রকৌশলী

পরীক্ষার তারিখ ও সময়: ৮ অক্টোবর, শুক্রবার, বেলা ৩টা-বিকেল ৪টা

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)

পদের নাম: স্টোর কিপার

পরীক্ষার তারিখ ও সময়: ৮ অক্টোবর, শুক্রবার সকাল সাড়ে ১০টা-দুপুর ১২টা

ধান গবেষণা ইনস্টিটিউট

পদের নাম: নবম গ্রেডের পাঁচটি ক্যাটাগরির মৌখিক পরীক্ষা

পরীক্ষার তারিখ ও সময়: ৮ অক্টোবর, শুক্রবার, বেলা ২টা ৩০ মিনিট থেকে

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, ল্যাব অ্যাটেনডেন্ট, টেকনিক্যাল অ্যাটেনডেন্ট

পরীক্ষার তারিখ ও সময়: ৮ অক্টোবর, শুক্রবার, বেলা সাড়ে ৩টা-বিকেল সাড়ে ৪টা

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

পদের নাম: উপসহকারী প্রকৌশলী

পরীক্ষার তারিখ ও সময়: ৮ অক্টোবর, শুক্রবার, সকাল ৯টা-১০টা এবং বেলা সাড়ে ১১টা-দুপুর সাড়ে ১২টা

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড

পদের নাম: সিনিয়র অফিসার (প্রকিউরমেন্ট), জুনিয়র অফিসার (এইচআর) মৌখিক পরীক্ষা

পরীক্ষার তারিখ ও সময়: ৮ অক্টোবর, শুক্রবার, সকাল ৯টা থেকে এবং বেলা ২.৩০ মিনিট থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ