Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরে বিকল্প পন্থায় আখ বিক্রি

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

পাবনার চাটমোহরে আখ চাষিরা বিকল্প পথে আখ বিক্রি করছেন। দেশের ছয়টি চিনিকলে উৎপাদন বন্ধ ঘোষণা করায় আখ চাষিরা বিকল্প পথে আখ বিক্রি করছেন। চিনিকল কর্তৃপক্ষ জানিয়েছে, মিল বন্ধ থাকায় এ বছর পাবনা চিনিকল এলাকার কৃষকদের উৎপাদিত আখ সরবরাহের দায়িত্ব তারা নেবে না। এবার চাষিরা নিজেই উপজেলার সব হাট-বাজারে খুচরা আখ বিক্রি করতে শুরু করেছেন। কেউ কেউ জমি থেকেই আখ বিক্রি করে দিচ্ছেন ব্যবসায়ীদের কাছে। কেউ তৈরি করছেন আখের গুড়। উপজেলার মূলগ্রাম, রেলবাজার, শরৎগঞ্জ, ফৈলজানা, মহেলা, ছাইকোলা, বামনগ্রাম, মির্জাপুর, হান্ডিয়াল, হরিপুর, মথুরাপুরসহ বিভিন্ন হাট বাজারে আখ বিক্রির ধুম পড়ে গেছে। শতাধিক আখ বিক্রেতা খুচরা আখ বিক্রি শুরু করেছেন। অনেকে জমি থেকে আখ ক্রয় করে ভ্যানের ওপর রক্ষিত মেশিনে আখের রস তৈরি করে বিক্রি করছেন।
হরিপুর এলাকার চাষি আব্দুল মুতালিব জানান, এ বছর দুই বিঘা জমিতে আখ চাষ করেছেন। একশ’ আখের দাম পাওয়া যাচ্ছে এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ টাকা। এতে লাভ হবে তার। এদিকে আখ মাড়াই করে গুড় তৈরি করা হচ্ছে কয়েকটি স্থানে। আর ভ্রাম্যমাণ আখের রস বিক্রেতার সংখ্যাও কম নয়। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মাসুম বিল্লাহ জানান, এ উপজেলায় চলতি বছর ১৫ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। এর মধ্যে মিল জোনে ১০ হেক্টর। মিল বন্ধ থাকায় চাষিরা নানাভাবে আখ বিক্রি করার চেষ্টা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ