রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গত ২৯ সেপ্টেম্বর রাতে বগুড়া শহরের কানছগাড়িতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত সুমন ড্রাইভারের ঘাতক বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতে বগুড়ার ডিবি ও বনানী পুলিশ ফাঁড়ির টিমের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে বগুড়ার কাহালুর মুড়ইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
ঘাতক বাবু বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় এলাকার আব্দুস সামাদের পুত্র। গ্রেফতারের পর সে পুলিশের কাছে সুমনকে হত্যার কথা স্বীকার করেছে। পুলিশকে সে জানায় কানুছগাড়ি এলাকায় রাস্তায় প্রাইভেটকার থামিয়ে টয়লেটে যায় সুমন। এ নিয়ে দু’জনের কথা কাটাকাটি হয়। এর জের ধরেই ঘটনার পর রাগে সুমনকে ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্ত ক্ষরণে সে মারা যায়। গতকাল সোমবার দুপুরে বগুড়ার এসপি কার্যালয়ে পুলিশ সুপার সুদিপ কুমার এই তথ্য অবহিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।