বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুত স্পর্শে দুই গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নুর নাহার (৪০) সে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওয়াকুড়া গ্রামের আন্তাজ আলীর স্ত্রী ও সখিনা বেগম (৫০) সে একই গ্রামের তারাব আলীর স্ত্রী। রবিবার (৩ অক্টোবর) বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
সুত্রে জানা গেছে, উপজেলার দাওয়াকুড়া গ্রামের তারাব আলীর স্ত্রী সখিনা বেগম (৫০) রবিবার বিকেলে তাদের পাশ্ববর্তী আব্দুল মোতালেবের বাড়িতে মুরগী খুঁজতে গিয়ে বিদ্যুতায়িত টিনের ঘরে স্পর্শ করে বিদ্যুত পৃষ্ঠ হয়। এসময় সখিনা বেগম চিৎকার দিলে একই গ্রামের আন্তাজ আলীর স্ত্রী নুর নাহার বেগম তাকে উদ্ধার করতে গিয়ে সেও বিদ্যুত পৃষ্ঠ হয়। পরে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে স্বজনরা তাদেরকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাব্বির আহাম্মেদ জানান, বিদ্যুত পৃষ্ঠ সখিনা ও নুর নাহারকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল সাংবাদিকদের বলেন, ঘটনা শোনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহন করা হচ্ছে বলেও ওসি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।