Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সহকর্মীর হাতে নিহত প্রাণ আরএফএল কোম্পানির শ্রমিক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ৬:২৫ পিএম

হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের ওলিপুরে প্রাণ আরএফএল কোম্পানির ভেতরে ইস্পাতের আঘাতে সুজন বৈষ্ণব নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় সহকর্মী মিন্টু মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে ঘটে এ ঘটনা। নিহত সুজন বৈষ্ণব বানিয়াচং উপজেলার খড়চা গ্রামের সুমলাল বৈষ্ণবের পূত্র এবং আটক মিন্টু শায়েস্তাগঞ্জ উপজেলার উলুহর গ্রামের সাজু মিয়ার পূত্র। তারা দুইজনই মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিল প্রাণ আরএফএল কোম্পানীর। প্রাণ আরএফএল কোম্পানির এইচআর এডমিন (প্রশাসন) আব্দুল মন্নান বলেন, নিহত সুজন ও আটক মিন্টু মেশিন সেকশনে অপারেটরের কাজ করত। আজ বিকেলে কোন একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিন্টু মিয়া হাতের কাছে থাকা একটি ইস্পাতের টুকরো দিয়ে সুজন বৈষ্ণবের বুকে ও পেটে আঘাত করে। তাৎক্ষণিক অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে কোম্পানীর নিজস্ব হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুর্শেদ আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে পাঠানো হয়েছে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে। এ ঘটনায় ঘাতক মিন্টু মিয়াকে করা হয়েছে আটক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ