Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরের ছেলে নড়াইলে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ৫:২৭ পিএম

নড়াইলে মাদক মামলায় মিঠু বিশ্বাস (৩২) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। রবিবার (০৩ অক্টোবর) জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
মামলার বিরবণে জানা যায়, ২০১২ সালের ৩০ নভেম্বর দুপুরে নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশিকালে মিঠু বিশ্বাসের কাছ থেকে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিঠুর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। সাক্ষ্য প্রমাণ শেষে মিঠু বিশ্বাস দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়া হয়। মিঠু যশোরের কোতয়ালী থানার আড়পাড়া এলাকার আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ