Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিটিভিতে শিশুতোষ ধারাবাহিক বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে নতুন শিশুতোষ ধারাবাহিক নাটক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’। এম আসলাম লিটনের রচনায় এটি প্রযোজনা করেছেন এরশাদ হোসেন। ১৩ পর্বের এই ধারাবাহিকটি প্রচার সময় শনিবার সকাল ১০টা ৩৫ মিনিট। অভিনয় করেছেন দিলারা জামান, ফারজানা ছবি, কবির আহমেদ, নুসরাত জাহান নদী, ইশরাক তূর্য, সামিন ইযাসার নীল, আনভিতা, আলভীসহ আরো অনেকে। নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক জানান, গাউসনগর কলোনীতে এখনো মহল্লার পরিবেশ বিরাজমান। সেখানেই বাস করেন লেখিকা পাঁপড়ি তরফদার ও বাংলার অধ্যাপক রায়হান তরফদার। তাদের দুই সন্তান মিতু আর টিটু। একজন অষ্টম ও অন্যজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। দুই সন্তানই মেধাবী ও বুদ্ধিদীপ্ত। ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয়। সব গোয়েন্দা গল্প তাদের মুখস্ত। নিজেরাও গোয়েন্দাগিরি করে স্কুলের বন্ধুদের অনেক সমস্যার সমাধান করেছে। তাদের এই গুণের কথা পাড়ার সকলের জানা। একসময় লেখিকা মা নামী প্রকাশনী থেকে কিশোর গল্প লেখার প্রস্তাব পান। কিন্তু ঠিক কী লিখবেন বুঝতে পারেন না। সন্তাদের পরামর্শে তিনি সিদ্ধান্ত নেন গোয়েন্দা গল্প লেখার। মিতু আর টিটু যেসব কেস সমাধান করবে মা সেই গল্পই সাহিত্যের মাধুরী দিয়ে লিখে ফেলবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ