Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সিক্রেট সুপারস্টার’-এর জন্য ‘থালাইভি’তে সুযোগ পেয়েছেন রাজ অর্জুন

| প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

রাজ অর্জুন সাম্প্রতিক বায়োপিক ‘থালাইভি’তে আরএম বীরাপ্পনের ভূমিকায় প্রশংসনীয় অভিনয় করেছেন। তিনি জানিয়েছেন ‘সিক্রেট সুপারস্টার’ ফিল্মে প্রধান চরিত্র ইনসিয়া’র (জারা ওয়াসিম) বাবা ফারুকের চরিত্রের জন্য তিনি এই সুযোগ পেয়েছেন। রাজ বলেন, পরিচালক বিজয় ‘সিক্রেট সুপারস্টার’-এ আমার কাজ দেখেছেন, আমার কাজে তিনি আস্থা এনেছেন আর তাতেই আমি চরিত্রটি পেয়েছি। তিনি আরও বলেন, প্রযোজক আর সবাই অভিজ্ঞ আর দক্ষ অভিনেতাদের বেছে নেয় এতে আমার কাছে অনেকবার সুযোগ এসেছে এবং আমি সেসব পাইনি, অন্যরা পেয়েছে। শেষ পর্যন্ত বিজয় (এ. এল.) বিজয় আমার ওপর আস্থা এনেছেন এই ভেবে আমি চরিত্রটির প্রতি সুবিচার করতে পারব।’ বিজয় সম্পর্কে রা আরও বলেন, ‘আমার মেয়ে সারাও গার জীবনের প্রথম বিজ্ঞাপনচিত্রটি বিজয়ের পরিচালনায় করেছে। এরপর তিনি আমার মেয়েকে আরও কিছু প্রজেক্টে নিয়েছেন। আমাদের বন্ধুত্ব ক্রমে বাড়তে থাকে। আমি তার সঙ্গে আগে কাজ করিনি। তবে তিনি ‘সিক্রেট সুপারস্টার’ ফিল্মে আমার কাজ দেখেছেন এবং সেজন্যই আমি আরএম বীরাপ্পনের চরিত্রটি পেয়েছি।’ রাজ এছাড়াও শঙ্কর রমণ পরিচালিত আসন্ন ‘লাভ হস্টেল’ এবং রবি উদিয়াভার পরিচালিত ইউধ্রা’তে অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ