রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালীর বাউফল উপজেলায় হাসি বেগম (১২) নামে এক ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা গ্রাম থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। হাসি ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও জয়ঘোড়া নুর মোহাম্মদ সিদ্দিকী দাখিলা মাদরাসার ৬ষ্ট শ্রেণির ছাত্রী ছিল।
মেয়েটির বোন খুশি স্থানীয় সাংবাদিকদের জানায়, গত শুক্রবার রাত ৯টার দিতে বোন হাসিকে রান্না ঘরের আড়ার সঙ্গে দড়ি গলায় দড়ি লাগানো ফাঁস অবস্থায় ঝুলতে দেখে চিৎকার দেয়। স্থানীয়রা ঘটনাস্থল এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। বাউফল থানার ওসি আল মামুন জানায়, শুক্রবার রাতে হাসির ঝুলন্ত লাশ উদ্ধার করে বাউফল থানায় নিয়ে আসি। লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতী হাসির মা রুনু বেগম স্থানীয় জয়নাল হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে বসেন। বিষয়টি মন থেকে কোনভাবেই মানতে পারেনি হাসি। মনের অভিমানে ক্ষোভে হয়ত মেয়েটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।