Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে আনন্দ উৎসব ও আলোচনা সভা

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

ঢাকার ধামরাইয়ে আনন্দ উৎসব ও আলোচনা সভা জনসমুদ্রে পরিনত হয়েছে। আ.লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পৌরশহরের ঐতিহ্যবাহী ধামরাই সরকারি হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠসহ আশপাশ এলাকা। গত শুক্রবার বিকেলে ধামরাই সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজন করা হয় আনন্দ উৎসব ও আলোচনা সভা। উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুর রহমান আইয়ুব প্রমুখ।
, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, ঢাকা জেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল আলীম খান সেলিম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা প্রমুখ।
এ অনুষ্ঠানে প্রতিটি ইউনিয়ন হতে বর্তমান চেয়ারম্যান, চেয়ারম্যান পদপ্রার্থীদের নেতৃত্বে প্রধান অতিথিকে নিজেদের জনসমর্থন দেখাতে বিভিন্ন পেশার লোকজনকে নিয়ে মিছিল নিয়ে অনুষ্ঠানে আসেন।
এ অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ