Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাল্যবিয়ে বন্ধ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ২নং ফতেপুর ইউনিয়নের খোলসী গ্রামে অভিযান চালিয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ এবং সেই সাথে বরের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও মেয়ের নানাকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহমেদ। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মেয়ের নানা খোলসী গ্রামের আব্দুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটে। একই উপজেলার নাচোল সদর ইউনিয়নের পূর্বমির্জাপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে আসাদুজ্জামান (২৭) এর সাথে মেয়ের নানার বাড়ি খোলসী গ্রামের আব্দুস সালামের বাড়িতে গোপনে বিয়ের আয়োজন করা হয় । এ খবর পেয়ে সেখানে পুলিশ ও ইউপি সদস্য নিয়ে অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ