Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীদের গুরুত্বপূর্ণ অ্যাপ

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সময়ের সাথে সাথে বাড়ছে প্রতিদিনের ব্যস্ততা। দম ফেলার সময়টুকু পর্যন্ত নেই। এত কিছু সামলে নিজের দিকে সময় দেওয়ার ফুসরত নেই। সমাধানও আছে আপনার হাতের মুঠোয়। একটি স্মার্টফোন থাকলেই হলো।
কুকমি অ্যাপ
প্রতিদিন কী রাঁধবেন ভেবে ক্লান্ত। বিভিন্ন সহজ রেসিপি দিয়ে কুকমিই বলে দেবে আজ কী রাঁধবেন।
ওপি অ্যাপ
নেইল আর্ট এক্সপার্ট ওপি দেখাবে নখে কোন রং কতটা মানাবে।
স্টাইলবুক অ্যাপ
নিজের সব গেটআপ লুক আপলোড করলে আপনার পছন্দের সঙ্গে মিলিয়ে সাজগোজ আর ড্রেস আইডিয়া দিতে পারবে স্টাইলবুক।
নাইকি ট্রেইনিং ক্লাব
সবার এনার্জি এক মাত্রার নয়। নারীদের জন্য বিশেষ এ অ্যাপ সাজানো রয়েছে মোট একশো ওয়ার্কআউট নিয়ে। নিজের এনার্জি লেভেল বুঝে সহজেই সিলেক্ট করুন আপনার জন্য পারফেক্ট ওয়ার্কআউট কোনটি।
মায়া আপা
জন্মনিয়ন্ত্রণ, গর্ভধারণ, বিভিন্ন মেয়েলী রোগ, গাইনি ওষুধ ও তার ব্যবহার এবং সাইড এফেক্ট সম্পর্কে সরাসরি ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য মায়া আপার জুড়ি নেই।
পিরিয়ড ট্র্যাকার
পিরিয়ডের সময়, যৌনমিলনের জন্য ন্যাচারাল সেফ টাইম সম্পর্কে সুনির্দিষ্ট হিসাব রাখতে পিরিয়ড ট্র্যাকার খুবই কার্যকর। এ বিষয়ে অনেক অ্যাপ রয়েছে। পছন্দমতো নামিয়ে নিতে পারেন। স আবেদা সুলতানা ইফা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারীদের গুরুত্বপূর্ণ অ্যাপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ