Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্মার্ট ল্যান্ড ফোন

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

এখন স্মার্টফোনের যুগ। সকলের হাতেই স্মার্টফোনের ছড়াছড়ি। মোবাইল সংযোগদাতা কম্পানিগুলোর কল্যাণে কলরেটও অনেকটাই হাতের নাগালে। তাই সাধারণত অফিসেই ব্যবহৃত হয় ল্যান্ড ফোন। বাড়িতে একসময় এর বহুল চল থাকলেও আজ আর সে সব কিছুই নেই। বলতে গেলে ল্যান্ড ফোন ধীরে ধীরে বাতিলের খাতায় চলে যাচ্ছে। তবে এই অচল গ্যাজেটকে নতুন রূপে হাজির করছে ইসটেক সিস্টেমস ইনকরপোরেশন। এই সংস্থাটি এমন একটি ল্যান্ড ফোন বাজারে আনছে যা স্মার্টফোনের চেয়ে কোনো অংশে কম নয়। এই ল্যান্ড স্মার্টফোনে ৭ ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে। আলাদা করে কোনো কিবোর্ড বা নাম্বারপ্যাড নেই। সব কিছুই টাচস্ক্রিনের মাধ্যমে অপারেট করা যাবে। শুধুমাত্র ফোন নয়, তার সঙ্গে টেলি কনফারেন্স, ভয়েস মেইল ইত্যাদি অপারেট করা যাবে। সব থেকে বড় যে ফিচার তা হল অ্যান্ড্রয়েড বা আইফোন/আইপ্যাড ডিভাইস থেকে আপনি ফোনবুক ট্রান্সফার করতে পারবেন। চাইলে নতুন করে সেভও করতে পারেন। ফেভারিট থেকে গ্রুপ তৈরি করে চট করে ফোন করার অপশনও রয়েছে এই ফোনে। এককথায়, অফিসের টেবলের ওপর সম্পূর্ণ নতুন একটি আধা-স্মার্টফোন আপনার হাতের নাগালে নিয়ে আসবে। স শিবলু



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্মার্ট ল্যান্ড ফোন

১১ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ