Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আক্রান্তের চেয়ে উপসর্গে মৃত্যু বেশি

জেলা-উপজেলায় করোনা পরিস্থিতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

করোনায় শনাক্তের তুলনায় উপসর্গে বেশি মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে। দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসায় অনেকের মধ্যে উদাসীনতা তৈরি হয়েছে। ফলে উপসর্গ দেখা দিলেও হাসপাতালে না গিয়ে সময় নষ্ট করে চূড়ান্ত পর্যায়ে চিকিৎসাকেন্দ্রে গিয়ে পরীক্ষার আগেই মৃত্যু হচ্ছে। আমাদের সংবাদদাতাদের প্রতিবেদন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১৩শ’ ছাড়িয়ে গেছে। নতুন করে শনাক্ত হয়েছে ২৮ জন। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৯৫ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীর বাসিন্দা ২৩ জন এবং বাকি ৫ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা এক লাখ এক হাজার ৭৫২। এ পর্যন্ত মারা গেছেন এক হাজার ৩০১ জন। চট্টগ্রামে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গত বছরের ৩ এপ্রিল, আর প্রথম মৃত্যু হয়েছে একই বছরের ৯ এপ্রিল।
রাজশাহী ব্যুরো জানায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আরো দু’জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মৃত্যুর তথ্য নেই। তবে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) এবং ৩ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
খুলনা ব্যুরো জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় খুলনা জেলায় কোনো প্রাণহানি ঘটেনি। একই সময় ৩৩৭ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪ জনের। শনাক্তের হার ১ দশমিক ৯ শতাংশ।
বরিশাল ব্যুরো জানায়, সেপ্টেম্বর মাসে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে ২ হাজার ৯০ জন আক্রান্তের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ২৩ জনের মধ্যে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ২২ জনের মৃত্যু হলেও মাসের দ্বিতীয় পক্ষে মারা গেছেন মাত্র ১ জন। অথচ আগষ্ট মাসে ৯ হাজার ৪৪৬ জন আক্রান্তের মধ্যে ১৬৭ জন ও জুলাই মাসে ১১ হাজার ৯৮৫ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ১৩২ জন। আর জুন মাসে আক্রান্ত ২ হাজার ৩৮০ জনের মধ্যে মৃত্যু হয়েছিল ২৫ জনের।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী ১ অক্টোবর সকাল পর্যন্ত সমগ্র দক্ষিণাঞ্চলে আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে ছিল মহানগরীসহ বরিশাল জেলা। তবে গড় শনাক্তের হারে শীর্ষে ছিল ঝালকাঠী। গতকাল সকাল পর্যন্ত বরিশালে ৭৬ হাজার ২১৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের গড় হার ২৩.৯২%। মহানগরীসহ জেলায় গড় মৃত্যু হার ১.২৬%।
গত ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ৫৪১ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে মহানগরীতে ৩ জনসহ বরিশাল জেলায়ই আক্রান্তের সংখ্যা ৮। গত তিনদিনে কোন মৃত্যু সংবাদ নেই দক্ষিণাঞ্চলে।
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, নারায়ণগঞ্জে গত ৬ দিনে নতুন করে মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ৩২৫ জনেই আছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে ১৩ জন আক্রান্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ