Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় যুবককে ছুরিকাঘাতে খুন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১:০৭ পিএম

সাভারের আশুলিয়ায় এক যুববককে ছুরিকাঘাতে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (০১ অক্টোবর) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার জমগড়া এলাকার পলমল নামের এক পোশাক কারখানার সামনে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক নরসিংদী জেলার রায়পুর থানার মির্জানগর গ্রামের চান মিয়ার ছেলে মো. রমজান মিয়া (১৯)। তিনি আশুলিয়ার জামগড়ার রশিদের বাসায় ভাড়া থেকে ‘দি ভাই ভাই ফার্নিচার’ নামের একটি দোকানে কাজ করতেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম জানান, শুক্রবার (১ অক্টোবর) সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় রমজানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ