Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ চালু হলো সৈয়দপুর-চট্টগ্রাম রুটে ইউএস-বাংলার ফ্লাইট

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৫:৩৯ পিএম

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি উদ্বোধনী বলেন, রংপুর বিভাগের মানুষের ক্রমবর্ধমান চাহিদার কথা চিন্তা করে সৈয়দপুর থেকে সরাসরি চট্রগ্রামে ফ্লাইট পরিচালনা শুরু করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ অঞ্চলের পর্যটন বিকাশে ইউএস-বাংলার এই উদ্যোগ অনেক অবদান রাখবে। এজন্য এ এয়ারলাইন্সের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৈয়দপুর-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন বলেন, ২০১৪সালে এভিয়েশন শিল্পের ভঙ্গুর সময়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ১৫০জন থেকে বর্তমানে ১৫হাজার কর্মীর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। এভিয়েশন শিল্পের বিকাশে সরকারের সার্বিক সহযোগীতার প্রশংসা করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা প্রশসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মেহাম্মদ মোখলেসুর রহমান, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান।
উদ্বোধনী দিনে ২৬ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি। এ সময় সৈয়দপুর বিমানবন্দর রানওয়েতে ফিতা কেটে প্রধান অতিথি এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ