বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আশুলিয়া সংবাদদাতা : ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার পলাশবাড়িতে রবিউল (৫) নামের শিশুসন্তানকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মা ইয়ানুরকে আটক করেছে পুলিশ।
আটককৃত ইয়ানুরের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী থানার দালালপুরে। সে দ্বিতীয় স্বামী শাহজাহান ফকির ও নিহত সন্তান রবিউলকে নিয়ে পলাশবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত।
গতরাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার আইয়ূব খানের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে রবিউল না ঘুমানোর বায়না করলে মা ইয়ানুর ক্ষিপ্ত হয়ে মারধর ও গলাটিপে ধরে। এসময় রবিউল অচেতন হয়ে পড়ে যায়।
পরে শিশুটিকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে গণ স্বাস্থ্য কেন্দ্র থেকে শিশু রবিউলের লাশটি উদ্ধার এবং মা ইয়ানুরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।