বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : যশোরে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯ টার দিকে নিহতদের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
জানা যায়, যশোরের চুড়ামনকাটি জামতলা ও চুড়ামনকাটি-চৌগাছা রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে শুকুর আলী ও সমীর হোসেন নামের দুজন নিহত হয়।খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালে দায়িত্বে থাকা কোতোয়ালি থানার কনস্টেবল রুহুল আমিন জানান, ট্রেনে কাটা দুই ব্যক্তির লাশ সকালে রেলওয়ে পুলিশ হাসপাতালে এনেছে।
নিহতদের স্বজনরা জানিয়েছে, শুকুর আলী রোববার রাতে সমীর হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আজ সকালে তাদের লাশ এক কিলোমিটার দূরে রেলক্রসিংয়ের ওপর পাওয়া যায়। নিহত দুজনের বাড়িই চুড়ামনকাটিতে। পুলিশ জানায়, লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।