Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুবহু ক্যাটরিনার মতো দেখতে আলিনার ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৪:২৪ পিএম

কথায় বলে বিশ্বে প্রতিটি মানুষের মতো দেখতে মোট ৭ জন রয়েছেন। একেবারে পুরোপুরি হুবহু না হলেও, মুখের থাকে বেশ অনেকটাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক যুবতী ভাইরাল হয়েছেন, কারণ তিনি হুবহু বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মতো দেখতে, নাম আলিনা রাই। ইনস্টাগ্রামে আলিনার ছবি ও ভিডিও দেখে রীতিমতো চোখ কপালে উঠছে ভক্তদের। তার তাকানো, মুখের অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুর সঙ্গেই অসম্ভব মিল ক্যাটরিনা কাইফের। কিন্তু ইনি তো ক্যাটরিনা নন। সোশ্যাল মিডিয়ায় আলিনার ছবি এখন হট কেক। সুপারভাইরাল হয়েছে সেগুলি।

আলিনা রাই থাকেন মুম্বাইয়ে। সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ আলিনা রাই নিয়মিত ছবি-ভিডিও পোস্টও করেন। নিজেকে মডেল এবং সোশ্যাল মিডিয়া তারকা নামেই পরিচয় দেন। তার ছবিগুলির মধ্যে ক্যাটরিনার মতো করে পোজ দেওয়া এবং পোশাক নির্বাচনেও রয়েছে বলিউড অভিনেত্রীর ছোঁয়া। অসংখ্য ফলোয়ারও রয়েছে আলিনার। সোশ্যাল মিডিয়ায় ভালোই জনপ্রিয়তা রয়েছে আলিনার। বিশেষ করে ক্যাটরিনার মতো জনপ্রিয় বলিউড অভিনেত্রীর সঙ্গে তার মুখের এতটা মিল থাকায়, ভক্তরা আরও বেশি করে তাকে দেখতে চাইছেন। এবং সেই সুযোগকে কাজে লাগিয়েছেন আলিনাও।

কখনও ওয়ার্কআউট সেশন, কখনও আবার সাধারণ ফটোশ্যুট, নানা আমেজে নানা সময়ের ছবি শেয়ার করেন আলিনা। ইনস্টাগ্রামে লেহেঙ্গা পরা তার একটি ছবি দেখে ভক্তরা দ্বিধায় পড়ে গিয়েছেন, ইনি ক্যাটরিনা না আলিনা? ক্যাট সুন্দরীর সঙ্গে এতটাই মিল রয়েছে তার সেই ছবিতে। অনেকে আবার মজা করে লিখেছেন, ক্যাটরিনার ডাবল রোলে অনায়াসে ব্যবহার করা যায় আলিনাকে। এক ভক্তের মন্তব্য আবার নেটিজেনদের দু'ভাগে ভাগ করে দিয়েছে। তার মন্তব্য, ক্যাটরিনার থেকে অনেক বেশি সুন্দরী আলিনা। যদিও ভক্তদের আরেক অংশের দাবি, নিজেকে ক্যাটরিনার মতো দেখাতে সার্জারি করিয়েছেন আলিনা। তবে ক্যাটরিনার সঙ্গে যে ভীষণ মিল রয়েছে আলিনার, সে কথা মেনে নিয়েছেন সকলেই।

প্রসঙ্গত, এর আগে ঐশ্বর্য রাইয়ের মতো দেখতে আমানা ইমরানকে নিয়ে শোরগোল পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার নতুন করে ক্যাটরিনার 'যমজ' আলিনাকে নিয়ে উত্তেজনা ছড়িয়েছে নেটপাড়ায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ