Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ডেলিভারি ম্যান’ নাটকে ট্রান্সজেন্ডার নারী নুসরাত মৌ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৩:২৩ পিএম

ইতিমধ্যে বেশ ক’জন ট্রান্সজেন্ডার নারী ও পুরুষ কাজ করছেন মিডিয়াতে। সেই ধারাবাহিকতায় এবার এ বাবুল পরিচালিত ‘ডেলিভারি ম্যান’ নাটকে অভিনয় করলেন ট্রান্সজেন্ডার নারী নুসরাত মৌ। নাটকটিতে বিপরীতে দেখা যাবে এম এ সালাম সুমনকে। এটি রচনা করেছেন বরজাহান হোসেন। এরই মধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

এ প্রসঙ্গে পরিচালক বাবুল বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি নতুনদের নিয়ে কাজ করতে। তবে এবারের নাটকে ব্যতিক্রমী একটি উদ্যোগ নিলাম। তৃতীয় লিঙ্গের নুসরাত মৌকে নিয়ে কাজ করলাম। আশা করছি এই নাটকটি দর্শকের ভালো লাগবে।’

ট্রান্সজেন্ডার নারী নুসরাত মৌ বলেন, ‘আমরা সমাজের অবহেলিত একটা গোষ্ঠী। সবসময় বৈষম্যের শিকার হতে হয়। আমি যেখানেই গিয়েছি সেখানে আমাকে বৈষম্যের শিকার হতে হয়েছে। আমাকে বারবার প্রমাণ করতে হয়েছে, মানুষ একজন ট্রান্সজেন্ডার নারী সম্পর্কে যেসব ধারনা পোষণ করেন তা ঠিক নয়। এই প্রথম কোথাও কাজ করতে গিয়ে এত বেশি কমফোর্ট ফিল করেছি, সম্মানের সঙ্গে ইক্যুয়াল ট্রিট পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আপনারা দেখবেন আমাদের অনেকের মিডিয়াতে কাজ করার সুযোগ থাকে না। আমাকে এরা সুযোগ দিয়েছে। আমাদের ও প্রতিভা আছে, যদি এভাবে সুযোগ করে দিতো আমরাও একদিন মাথা উঁচু করে দাড়াতে পারবো। তাহলে আমাদের আর কোথাও গিয়ে হাত বাড়াতে হবে না। আমি শোবিজে নিয়মিত কাজ করতে চাই।’

‘ডেলিভারি ম্যান’ নাটকটির গল্পে দেখা যাবে, ডেলিভারি ম্যান রমজান। খাবার/পোশাক বিভিন্ন জিনিস ডেলিভারির চাকরীটা কয়েক বছরের হলেও সংসার জীবন তার মাত্র এক বছরের। সারাদিন বিভিন্ন বাড়ি/অফিস/মহল্লায় ডেলিভারির কাজে ব্যস্ত থাকতে হয় তার। তবু প্রতিদিন ডেলিভারি দিয়ে কমিশনের যে টাকাটা আসে তা দিয়ে সংসার চালাতেই হিমসিম খেতে হয়। পরিশ্রমী এবং চরম সৎ মানুষ রমজান তার স্ত্রী সুরমাকে প্রচন্ড ভালোবাসে। স্বামীর প্রতিও ভালোবাসা কম নেই রমজানের স্ত্রী সুরমার। সকালে ডেলিভারি চাকরীতে যাবার পর থেকেই সারাদিনে বেশ কয়েকবার খোজ নেয় স্বামীর। সারাদিন অপেক্ষা করে স্বামী কখন আসবে।

এম এ সালাম সুমন ও নুসরাত মৌ ছাড়াও ‘ডেলিভারি ম্যান’ নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা সুইটি, রজনীগন্ধা, ইমরান হাসু প্রমুখ। নাটকটি আগামী ২ অক্টোবর রাত ১০টায় একুশে টিভিতে প্রচারিত হবে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ