Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

আশুলিয়া সংবাদদাতা : ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার বলিভদ্র এলাকায় ডিপজল পরিবহনের একটি দূর পাল্লার বাসের ধাক্কায় এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার এক যাত্রী। গতরাত পৌনে ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, রাতে একটি অটোরিকশা বলিভদ্র বাজার যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। সে সময় ডিপজল পরিবহনের একটি দূরপাল্লার বাস পিছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকের মৃত্যু হয়।

এ ঘটনায় অটোরিকশায় থাকা এক যাত্রী আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাবিব ক্লিনিকে ভর্তি করা হয়। পরে পুলিশ এসে বাস ও লাশটি উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় নিয়ে যায়। নিহত চালকের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনার পর থেকেই পলাতক বাসচালককে আটকের জন্য অভিযান চলছে বলেও জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ