Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ ছাড়ছেন শিবাঙ্গী জোশি-মোহসিন খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

স্টার প্লাস আর হটস্টার একটা বড় সমস্যায় পড়তে যাচ্ছে। তাদের জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’র অন্যতম প্রধান দুই অভিনয়শিল্পী শিবাঙ্গী জোশি এবং মোহসিন খান সিরিয়ালটি ছেড়ে দিচ্ছেন খুব শিগগিরই। তারা দুজন যথাক্রমে নায়রা গোয়েঙ্কা এবং কার্তিক গোয়েঙ্কার ভূমিকায় অভিনয় করে আসছিলেন; শিবাঙ্গী এছাড়াও আরও কিছু চরিত্রে অভিনয় করেছেন সিরিয়ালটিতে। এই দুজনের জুটি বরাবরই সিরিয়ালটির ভক্তদের খুব প্রিয়। একটি পোর্টাল জানিয়েছে মোহসিন এরই মধ্যে নির্মাতাদের তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন এবং শিবাঙ্গীও একই সিদ্ধান্ত জানিয়েছেন। তারা দুজনই ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’তে শেষবার শুটিংয়ে অংশ নেবেন আগামী ৮ অক্টোবর। দুই শিল্পীই নতুন সিরিয়ালে কাজ খোঁজা শুরু করেছেন বলে জানা গেছে। শিবাঙ্গী জোশি-মোহসিন খানের সিরিয়াল ছাড়ার পর কী হবে তার সিদ্ধান্তও নির্মাতারা পাকা করে ফেলেছে। জানা গেছে নায়রা আর কার্তিকের সন্তানদের তারুণ্যতে এনে ইয়ার লিপ নেয়া হবে আর এসময় তারাই থাকবে কাহিনীর কেন্দ্রে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ