Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় আলুর দর পতনে হার্টঅ্যাটাকে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

আলুর অস্বাভাবিক দরপতনের খবরে বগুড়ার শিবগঞ্জে হার্টঅ্যাটাকে মারা গেলেন এক তরুণ আলু ব্যবসায়ী। তার নাম বারিক মন্ডল। তিনি শিবগঞ্জ ইউনিয়নের এরুলিয়া গ্রামের নুরুল ইসলাম মন্ডলের ছেলে। মৃত বারিক মন্ডলের স্ত্রী মুন্নি জানান, তার স্বামী একজন সফল কাঁচামাল ব্যবসায়ী। প্রতিবছরের মত এবারও তিনি শিবগঞ্জের মোকামতলা এলাকার একটি কোল্ড স্টোরেজে ৬০ লাখ টাকার ৫ হাজার বস্তা আলু মজুদ করেন। গত রোববার তিনি কোল্ড স্টোরেজের ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারেন দরপতনে তার মজুদ আলুর বর্তমান বাজার মূল্য ১৫ লাখ টাকা হতে পারে। এই মূল্যে আলু বিক্রি করলে তার ৪০/৪৫ লাখ টাকা লোকসান হবে। এই পরিস্থিতিতে সেখানেই তার হার্টঅ্যাটাক হয়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
শিবগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় মৃত বারিক মন্ডলের একাবাসির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে বলে জানা গেছে ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ