Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন সিনেমা থেকে বাদ পড়েছেন দিঘী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া দিঘী প্রায়ই তার ফেসবুক পেজে নতুন ছবি ও টিকটক আপলোড করেন। তবে এতে আপত্তি জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এ প্রতিষ্ঠানের পাঁচটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন দিঘী। শর্ত দেয়া হয়েছিল, দিঘী তার নতুন ছবি ও টিকটক করতে পারবেন না। দিঘী এ শর্ত ভঙ্গ করায় প্রযোজনা প্রতিষ্ঠানটি তাকে মানব দানব নামে একটি সিনেমা থেকে বাদ দিয়েছে। সিনেমাটিতে কলকাতার অভিনেতারা অভিনয় করবেন। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, দীঘিকে নায়িকা হিসেবে শাপলা মিডিয়াই প্রথম ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় নেয়। তাকে প্রথম শর্ত দেওয়া হয়েছিল শাপলা মিডিয়ার পরপর পাঁচটি সিনেমা করতে হবে। দ্বিতীয় শর্ত ছিল, ফেসবুকে বেশি ছবি বা টিকটকে ভিডিও দেওয়া যাবে না। পরের শর্ত হলো, ১৭ অক্টোবর থেকে শুটিং করতে হবে। শুটিং কোনোভাবেই পেছানো সম্ভব নয়। এসব শর্তে না মেলায় দীঘিকে সিনেমাটি থেকে বাদ দেয়া হয়েছে। অন্যদিকে দীঘি জানান, আমাকে শর্ত দেয়ার প্রয়োজন নেই। আমি টিকটক করা বাদ দিয়েছি। তাদের সঙ্গে আমার কথা হয়েছিল সিনেমা নিয়ে। তবে তাদের সিনেমার তারিখে আমার অন্য সিনেমার শুটিংয়ের শিডিউল রয়েছে। সেটা তাদের জানিয়েছি। ওনারা বলেছেন জানাবেন, কিন্তু পরে আর জানাননি। উল্লেখ্য, বজলুর রাশেদ চৌধুরীর পরিচালনাধীন মানব দানব সিনেমাটির শুটিং আগামী ১৭ অক্টোবর থেকে চাঁদপুরে শুরু হবে। জেলেদের জীবনযাত্রা ও বিভিন্ন কাহিনী নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ