রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের পটিয়া উপজেলার হিলচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগমের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্কুল কমিটি উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, রেজিস্টার্ড স্কুল থেকে উঠে আসা এইচএসসি পাস এ প্রধান শিক্ষক ইংরেজি ও গণিত বিষয়ে পাঠদান করাতে পারেন না। নিয়মিত ও সময়মত স্কুলে আসেন না। বাড়ির কাছে স্কুল হওয়ায় স্কুলে বসে স্বামীকে নিয়ে গল্প করেন এবং স্কুলের জায়গা দখলের চেষ্টায় থাকেন। ২০২০ সালে ২৫ জুন তার স্বামী সন্ত্রাসী লোকজন নিয়ে স্কুলের মাঠে খুঁটি ও সাইনবোর্ড স্থাপন করেন। এ সংক্রান্তে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ স্কুল পরিদর্শন পূর্বক দায়িত্বে অবহেলায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কৈফিয়ত তলব করেন। ২০১৯ ও ২০২০ সালের শিক্ষার্থী ভর্তির সময় অতিরিক্ত টাকা আদায় করে তা আত্মসাৎ করেন। তিনি বিদ্যালয়ের স্বার্থ বিরোধী কাজে জড়িত রয়েছে বলে অভিভাবক ও স্কুল কমিটির সদস্যদের অভিযোগ।
এ প্রসঙ্গে প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম বলেন, এলাকার কিছু মানুষ আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র করছে।
পটিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ জানিয়েছে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে, তা তদন্ত হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।