Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রাম প্রতিরক্ষা দলনেতাদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরে রুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার নির্দেশ কেন দেয়া হবে না-এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে গ্রাম প্রতিরক্ষা দল আইন-১৯৯৫ এ বর্ণিত চাকরি বিধি ও প্রবিধানমালা প্রণয়নের কেন নির্দেশ দেয়া হবে না-এই মর্মে পৃথক রুল জারি করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের সচিব,প্রতিরক্ষা বিভাগের সচিব,প্রতিরক্ষা সচিব ও আনসার ভিডিপি’র মহাপরিচালকসহ ৮ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিটের শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। সিরাজগঞ্জের গ্রাম প্রতিরক্ষা দলনেতা মুহাম্মদ শেখ ফরিদসহ ২৬ জন বাদী হয়ে রিটটি করেন। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।
রিটে বলা হয়, ইউনিয়ন দলনেতার পদ দু’টি আইনের সৃষ্ট পদ। তাই তারা সরকারের রাজস্ব থেকে বেতন পাওয়ার অধিকারী এবং জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত। কিন্তু অদ্যাবধি তাদের জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত করে বেতন-ভাতা প্রদান করা হয়নি। যা আইনের ব্যত্যয় এবং তাদের মৌলিক অধিকার পরিপন্থী। বর্তমানে একজন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী মাসিক ২ হাজার ৩০০ টাকা বেতন-ভাতা পেয়ে থাকেন। যা শ্রমিকদের জন্য নির্ধারিত সর্বনিম্ন বেতনের চেয়ে অনেক কম। অথচ তারা ৫০টিরও বেশি দায়িত্ব পালন করে থাকেন। দুর্যোগময় মুহূর্তে সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেন। অথচ তারা ন্যায্য বেতন এবং সম্মান পাচ্ছেন না। যেটা বাংলাদেশের সংবিধানের লঙ্ঘন। রিটে আরও বলা হয়, দীর্ঘ ২৫ বছরেও কোনো ধরণের চাকরি বিধিমালা না হওয়ায় গ্রাম প্রতিরক্ষার ইউনিয়ন দলনেতা-দলনেত্রীরা এবং অন্যান্য সদস্যরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছেন।
উল্লেখ্য, এর আগে চলতিবছর ২৭ ফেব্রুয়ারি এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ দেয়া হয়। এরই ধারাবাহিকতায় উপরোক্ত রিট করা হয়।



 

Show all comments
  • MD RUHUL AMIN ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৬ এএম says : 0
    ভাল খবর।
    Total Reply(0) Reply
  • Mozammel Hossain ১৬ আগস্ট, ২০২২, ১০:৪৪ পিএম says : 0
    আমি ও সহমত পোষণ করছি।
    Total Reply(0) Reply
  • ফারুকুল ইসলাম , ইউনিয়ন আনসার কমন্ডার ১১ জানুয়ারি, ২০২৩, ৪:০৭ পিএম says : 0
    ন্যায্য দাবী
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ