Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারক সঙ্কটে বাড়ছে মামলাজট

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

পটিয়া যুগ্ম জেলা জজের অধীন দেওয়ানী আদালতে দু’জন জজের অভাবে বিচার প্রার্থীরা ভোগান্তির শিকার হয়েছে। দীর্ঘ ২ বছর ধরে চন্দনাইশ ও বোয়ালখালী দেওয়ানী আদালতে ২ জন জজ না থাকায় দিন দিন মামলা জট বৃদ্ধি পাচ্ছে। জানা যায়, দক্ষিণ চট্টগ্রামের ৭টি থানা নিয়ে সাব জজ ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা করা হয়। যা দক্ষিণ চট্টগ্রামের পটিয়া আদালত চৌকি হিসেবে পরিচিতি লাভ করে। এর অধীনে দেওয়ানী আদালতের কার্যক্রম চালু হয়। পরবর্তীতে ২০০২ সালে বাঁশখালী ও সাতকানিয়ায় ২টি দেওয়ানী আদালত প্রতিষ্ঠা করা হলে পটিয়া আদালতের মামলার চাপ কিছুটা কমে যায়। বর্তমানে পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী ও আনোয়ারা উপজেলার দেওয়ানী আদালতের কার্যক্রম পটিয়াতে পরিচালিত হচ্ছে। করোনাকালীন আদালত বন্ধ থাকার পর বর্তমানে আদালত খুলে দিলে প্রতিদিনই জায়গা জমি সংক্রান্ত মামলা আদালতে ফাইল হচ্ছে। দৈনন্দিন মামলার সংখ্যা বৃদ্ধি পেলেও ২টি আদালতের জজ না থাকায় মামলা নিষ্পত্তি হচ্ছে না। এতে সহস্রাধিক মামলা বিচারের অপেক্ষায় পড়ে আছে। এ ব্যাপারে পটিয়া আইনজীবী সমিতির সভাপতি এড. দীপক কুমার শীল জানান, চন্দনাইশ ও বোয়ালখালী আদালতের জন্য ২ জন জজ দেওয়ার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের সচিবকে জানানো হয়েছে। কিন্তু ১ বছরে ধরেও এর কোন সুরাহা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ