Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক অবরোধ ও বিক্ষোভ

তিতাসে আশরাফুলের হত্যাকারীদের গ্রেফতার দাবি

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

কুমিল্লার তিতাস উপজেলার লালপুর নজরুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আশরাফুল আমিন (১৫) হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল উপজেলার শিবপুর বাস স্টেশনে শাহপুর গ্রামবাসীসহ আশপাশের কয়েক গ্রামের মানুষ সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এসময় গৌরীপুর-হোমনা সড়কের দুপাশে তিন কিলোমিটার জুরে যানজটের সৃষ্টি হলে বিভিন্ন যান বাহন থেকে যাত্রীরা নেমে অবরোধকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং দ্রুত আশরাফুলের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান। পরে বেলা সাড়ে এগারো টায় তিতাস থানা পুলিশ এসে বিক্ষোভ কারীদের আস্বস্ত করে বলেন দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করার জন্য দাউদকান্দি থানা পুলিশের সাথে কথা বলেছি এবং পুলিশ সুপার মহোদয়কেও আপনাদের দাবির বিষয়টি জানানো হবে বললে আস্বস্ত করলে বিক্ষোভ কারীরা অবরোধ তুলে নেয়।
মামলার তদন্ত কর্মকর্তা গৌরীপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফারুক আহম্মেদ বলেন, মামলার অনেক অগ্রগতি হয়েছে। দু’একদিনের মধ্যে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ