Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলের জমি রক্ষার দাবি

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়ায় শেরে বাংলা এ কে ফজলুল হকের প্রতিষ্ঠিত সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয়ের জমি রক্ষা ও নানা আর্থিক অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়। গতকাল সোমবার সকালে বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ ও অভিভাবকরা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য আব্দুস সোবাহান খান, প্রাক্তন ছাত্র নুরুল আলম বাবুল ও রাসেল খান।
বক্তারা জানান, স্কুলের নামে সাড়ে চারশ’ শতাংশ জমি রয়েছে। এখানে রয়েছে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নানা স্মৃতি। এ জমির মধ্যে তিনশ’ শতাংশ জমির রেকর্ড রয়েছে। বর্তমানে প্রায় দুইশ’ শতাংশ জমি বেদখল রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ