রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাজীপুরের কাপাসিয়া উপজেলার কৃতি সন্তান, বিএনপির দুঃসময়ের কাণ্ডারি, ১/১১’র গণতন্ত্র পুনরুদ্ধারে মহানায়ক, সাবেক সফল মন্ত্রী, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মরহুম নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.ম হান্নান শাহ্’র ৫ম মৃত্যুবার্ষিকী আজ ২৭ সেপ্টেম্বর সোমবার। এ উপলক্ষে হান্নান শাহ্ স্মৃতি সংসদের উদ্যোগে সোমবার সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ^র চন্দ্র রায়, নজরুল ইসলাম খান। আলোচক থাকবেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হান্নান শাহ্ স্মৃতি সংসদ ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন। এছাড়া আগামী ২৯ সেপ্টেম্বর বুধবার হান্নান শাহ্’র পরিবারের পক্ষ থেকে তাঁর কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের নিজ বাড়িতে সকাল থেকে দিনব্যাপী মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, কুরআনখানী, মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিএনপি দলীয় সকল পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্খিদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন কাপাসিয়া বিএনপির অভিভাবক হান্নান শাহ্ পুত্র শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।