Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসায়ীকে হত্যার বিচার দাবি

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

জুমার নামাজ শেষে মসজিদের বারান্দায় হামলা চালিয়ে পিটিয়ে কুমিল্লা নগরীর চাঙ্গিনী এলাকার ব্যবসায়ী আক্তার হোসেনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার দ্রুত চার্জশিট দাখিল ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে নিহতের পরিবার।
গতকাল রোববার দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এছাড়া সংবাদ সম্মেলনে এ মামলায় জামিনে থাকা আসামিরা নিহতের পরিবার ও মামলার স্বাক্ষীদের হুমকি দিচ্ছে, মিথ্যা মামলায় হয়রানী করছে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত আক্তার হোসেনের বড় ছেলে সোহেল রানা অভিযোগ করে বলেন, ২০২০ সালের ১০ জুলাই চাঙ্গিনী জামে মসজিদের বারান্দায় জুমার নামাজের পর তার বাবা আক্তার হোসেনকে প্রকাশ্যে শত শত মুসল্লীর সামনে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় তার মা (নিহতের স্ত্রী) রেখা বেগম বাদী হয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন ও তার তিন ভাইসহ দশ জনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন। মামলাটি প্রায় এক বছর তদন্তের পর চার্জশিট না দিয়ে চলতি বছরের গত আগস্ট মাসে সিআইডিতে স্থানান্তর করা হয়।
সংবাদ সম্মেলনে অবিলম্বে আসামিদের বিরুদ্ধে আদালতে দ্রুত চার্জশিট দাখিলসহ ন্যায় বিচারের দাবি জানান নিহতের পরিবার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামলার বাদী রেখা বেগম, তার মেয়ে শিরিন আক্তার ও নিহতের ভাই কুসিক ২৩ নংওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার শাহজালাল ওরফে আলাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ