পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় ইসলামিক ফাউন্ডেশনের অধীনে দারুল আকরাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষিকারা বিগত ২১ মাস যাবত বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছে। করোনা মহামারির লকডাউনের দরুণ দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এসব মাদরাসার ছাত্র-ছাত্রীরা পড়া লেখা ভুলতে বসেছিল। সরকার গত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী ও ইফার ডিজির মৌখিক অনুমতি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের দারুল আকরামের সারাদেশের মাদরাসাগুলো গত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্ত উল্লেখিত দারুল আকরাম ইবতেদায়ী মাদরাসার প্রকল্প বাস্তবায়নের এখনো পর্যন্ত অফিশিয়াল নির্দেশ পাওয়া যায়নি। বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতী জয়নুল আবেদীন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,প্রধানমন্ত্রী শেখ হাসিনা "দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা স্থাপন ও পরিচালনা" শীর্ষক প্রকল্পটি অনুমোদন দিলেও অফিসিয়াল জটিলতায় এখনো বাস্তবায়ন না হওয়ায় ২০২০ সালের জানুয়ারী প্রকল্পে কর্মরত ২ হাজার ২০জন শিক্ষক-শিক্ষিকা ২১ মাস বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। পরিবার পরিজন নিয়ে তারা করোনাকালীন অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতে বাধ্য হচ্ছেন। এদিকে, গত শনিবার ইফার দারুল আকরাম ইবতেদায়ী মাদরাসার প্রকল্প দ্রæত বাস্তবায়নে পরিকল্পনা মন্ত্রীর আলহজ এম এ মান্নান আশ্বাস দিয়েছেন। দেশে করোনা দুর্যোগকালীন দারুল আরকাম মাদরাসার শিক্ষকরা নিরলসভাবে মানবিক সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ায় পরিকল্পনা মন্ত্রী সন্তোষ প্রকাশ করে শিক্ষকদের প্রশংসা করেন।
বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতী জয়নুল আবেদীনের নেতৃত্বে ইফার দারুল আকরাম ইবতেদায়ী মাদরাসার একটি শিক্ষক প্রতিনিধিদল শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রীর নিজস্ব বাসভবনে সাক্ষাতকালে তিনি এ প্রশংসা করেন। মন্ত্রী অত্যান্ত ধৈর্য্যরে সাথে দারুল আকরাম মাদরাসার শিক্ষকদের সমস্যার কথা শোনেন এবং মাদরাসার প্রকল্প দ্রুত বাস্তবায়নে আশ্বাস দেন। এসময় সমিতির সিনিয়র সহ-সভাপতি মুফতী মুনাওয়ার হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা মুনীরুজ্জামান গোপালগঞ্জী, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা জাকারিয়া মাহবুব, সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুল ইসলাম মাসুম, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলনা ফায়জুল হাসান, শিক্ষা সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা শাহেদ আহমদ, সহ-সভাপতি মাওলানা তৈয়বুর রহমানসহ সুনামগঞ্জ জেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন। ভুক্তভোগী শিক্ষক-শিক্ষিকারা দ্রæত প্রকল্পটি বাস্তবায়নে পরিকল্পনামন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহের কর্মকর্তাগণের সদয় সহানুভূতি কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।