বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জের ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে খছরু মিয়া (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত তিনটার দিকে চিকিৎসাধিন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের আলতাব আলীর পুত্র। এ ঘটনায় রোববার ভোরে থানা পুলিশের অভিযানে শফিকুন নুর ও জনৈক আবুল হোসেনের স্ত্রীকে আটক করে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জহিরপুর গ্রামের খছরু মিয়ার ছেলে কর্তৃক একই বাড়ির মজু মিয়ার ধানের জমিতে মাছ ধরেছিল। এ নিয়ে ওই দিন রাত ৮টার দিকে বসত বাড়িতে খছরু ও মজু মিয়ার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে দু'পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু'পক্ষের প্রায় ৮ব্যক্তি আহত হয়। গুরুতর আহত খছরু মিয়াসহ ৩জনকে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় রাত তিনটার দিকে খছরু মিয়া মৃত্যুরকূলে ঢলে পড়েন। এদিকে, থানা পুলিশ রোববার ভোরে জহিরপুর গ্রামে অভিযান পরিচালনা করে দুই ব্যক্তিকে গ্রেফতার করে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।