Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীর পদ্মার ফের ধরা পড়ল ৩৭ কেজি’র বাগাইড়

অর্ধ লক্ষ টাকায় বিক্রি

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ২:৩৫ পিএম

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ৩৭ কেজি ২০০ গ্রাম। রবিবার ( ২৬ সেপ্টেম্বর ) সকালে জেলে গোবিন্দ হলদারের জালে মাছটি ধরা পরে।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যাবসায়ী চান্দু মোল্লা জানান, রবিবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে কলা বাগান এলাকায় জাল ফেলে জেলে গোবিন্দ হলদার। এরপর সকাল সাড়ে ১১ টার জালে টান পরলে দ্রুত জাল টেনে তুলে গোবিন্দ হলদারসহ তার সঙ্গীরা। সেই সাথে মাছটিকে স্থানীয় আড়তে নিয়ে আসলে সকল মাছ ব্যাবসায়ীর অংশ গ্রহনে এক হাজার ৩০০ শত টাকা কেজি দরে মোট ৪৮ হাজার টাকায় কিনে নেই।
চান্দু মোল্লা আরো জানান, মাছটিকে টেলিফোনের মাধ্যমে বিক্রির চেষ্টা চলছে। তাই আপাতত দৌলতদিয়া ফেরিঘাটের পল্টুনের সাথে বেধে রাখা হয়েছে।
এরআগে গত শনিবার অন্যএক জেলের জালে পদ্মায় ৩৫ কেজি ওজনের আরো একটি বাগাইড় মাছ ধরা পরে।
এ ব্যপারে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান বলেন, পদ্মা নদীর মাছ খুবই সুস্বাদু। গত বছর ইলিশ রক্ষা অভিযান সঠিকভাবে বাস্তবায়ন হওয়ায় পদ্মা নদীতে মাছের পরিমান বেরেছে। তাছাড়া পদ্মার পানি কমে যাওয়ায় এখন মাছে মধ্যেই এমন বড় বড় আকৃতির মাছ ধরা পরছে। এতে স্থানীয় জেলেরা ও মাছ ব্যাবসায়ীরা লাভবান হচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ