Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে ফ্রি চিকিৎসা ক্যাম্প

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

ঢাকার ধামরাইয়ে ‘আলোকিত যাদবপুর’ নামক একটি সংগঠনের উদ্যোগে প্রায় অর্ধসহস্র জন অসহায় ও হতদরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে যাদবপুর ইউনিয়নের ধানতারা বাজারে এই চিকিৎসা সেবা চালু করেন।
আলোকিত যাদবপুর সংগঠনের উদ্যোক্তা ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) মো. শহিদুল ইসলাম ও সভাপতি জাকির হোসেন পলাশ উপস্থিত থেকে এই ফ্রি চিকিৎসা সেবা চালু করেন।
জানা যায়, চর্ম ও যৌন, গাইনী ও মেডিসিন বিষয়ে ৫ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এলাকার দরিদ্র প্রায় ৫শ’ জন অসহায় ও হতদরিদ্র মানুষকে এই সেবা প্রদান করা হয়।
এ বিষয়ে আলোকিত যাদবপুর সংগঠনের উদ্যোক্তা ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) মো. শহিদুল ইসলাম বলেন, আমরা এই সংগঠনের মাধ্যমে বছরে ২/৩ বার কর প্রায় ৪/৫ শত জন করে অসহায় ও হতদরিদ্র লোকদের ফ্রি সেবা দিয়ে থাকি।
সাথে বিনামূল্যে ওষুধও দেয়া হয়। যতটুকু সম্ভব আমরা এই সংগঠনের মাধ্যমে এলাকার মানুষদেরকে চিকিৎসা সেবা প্রদান করে থাকি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ