Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অবসরপ্রাপ্তদের মাঝে চেক হস্তান্তর

পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

এমপিও ভুক্ত স্কুল-কলেজ-মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অবসরকালীন চেক হস্তান্তর ও সুবিধা প্রাপ্তিতে সমস্যা-সংকট-সমাধান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুল-কলেজ-মাদরাসার সম্মিলিত শিক্ষক সমাজের আয়োজনে গত শুক্রবার দুপুরে পাথরঘাটা সৈয়দ ফজলুল হক কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী। সভায় প্রধান অতিথি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর নেওয়ার পর এক সময়ে নানা বিড়ম্ভনার শিকার হতে হয়েছে। এমনকি অবৈধ অর্থ লেন-দেন ছাড়া অধিকাংশ শিক্ষকরা তাদের প্রাপ্য টাকা নিতে পারতেন না। কিন্তু আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে এ সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনলাইন সেবা চালু করতে সক্ষম হয়েছি। যেখানে দুর্ণীতি অথবা ঘূষ লেনদেনের সুযোগ থাকবে না। তিনি আরও বলেন, আমরা অবসরকালীন ভাতাকে পেনশনে রূপান্তরিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশাকরি বর্তমান সরকার এ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বরগুনা জেলা শাখার সভাপতি ও সৈয়দ ফজলুল হক কলেজ এর অধ্যক্ষ মো. জিয়াউল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. মনিরুজ্জামান শাহীন, শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রন্থাগার সমিতি ও লাইব্রেরিয়ানের সভাপতি ড. মো. মিজানুর রহমান, তালতলী সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ মো. হারুন-অর-রশিদ, সৈয়দ ফজলুলহক কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ আসাদুজ্জামান, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড: সোহেল হাফিজ, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মো. ফারুক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ