বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ২ নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাদেরকে আটক করা হয়।তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দরম-ল গ্রামের ফরিদ আলীর স্ত্রী হুসনা বেগম (৩৫) এবং একই এলাকার আবু হানিফের স্ত্রী খায়রুন খাতুন (২০)।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, দুপুরে নগরীর লক্ষ্মীপুর এলাকার মোমেনা বেগম ও গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট সেরাপাড়া এলাকার রুবিনা খাতুন নামে ২ নারী রামেক হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে লাইনে দাঁড়িয়েছিলেন।
এ সময় হুসনা বেগম ও খায়রুন খাতুন প্রথমে রুবিনা খাতুনের গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। এরপরই তারা মোমেনা খাতুনের গলা থেকে চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় অন্য রোগীরা তাদের হাতেনাতে ধরে ফেলেন। এরপর তাদের রামেক হাসপাতাল পুলিশ বক্সে সোপর্দ করা হয়।
ওসি আরও জানান, মুহূর্তের মধ্যেই রুবিনা খাতুনের চেইনটি ছিনতাইকারীরা তাদের সহযোগীদের মাধ্যমে বাইরে পাঠিয়ে দেন। এ কারণে সেটি উদ্ধার করা যায়নি। তবে আটক ২ নারী ছিনতাইকারীর নামে মামলা হয়েছে। এরপর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।