Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিরিরবন্দরে বাসের ধাক্কায় শিশু নিহত

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুটির বাবা-মা।

আজ রোববার সকাল ৬টার দিকে ফুলবাড়ী সড়কের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম (১০) দিনাজপুরের বিরল উপজেলার তাতরাপাড়া গ্রামের নুরনবীর ছেলে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান আনিস জানান, সকালে নুরনবী নিজের অটোরিকশায় করে স্ত্রী ও ছেলেকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে আমতলীতে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সিয়াম। সে সময় আহত নুরনবী ও তার স্ত্রী খাদিজা বেগম।

আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ