রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল ফারুক খান এমপি বলেছেন, আগামী সংসদ নির্বাচনের প্রস্তুুতি হিসেবে সারাদেশে আ.লীগের বর্ধিত সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এতে দলীয় কার্যক্রম আরো গতিশীল হবে। গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুখ খান আরো বলেন, দলকে শক্তিশালী ও গতিশিল করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে মোট ৮টি দলে নেতাকর্মীদের দায়িত্ব প্রদান করেছেন। যার অংশ হিসেবে আমরা আজ রাজবাড়ী জেলায় বর্ধিত সভা করছি। এতে দলের সঠিক নেতৃত্ব বেরিয়ে আসবে।
বর্ধিত সভায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সানজিদা খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী, জেলা আ.লীগের সহ-সভাপতি আকবর আলী মর্জি, সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী প্রমুখ।
এর আগে বর্ধিত সভাকে সফল করতে রাজবাড়ীর পাচটি উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিলে মিছিলে যোগ দিয়ে শিল্পকলা একাডেমীর সামনে এসে জরো হয়। পরে শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হয় বর্ধিত সভা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।