Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

লালপুরে ইমো প্রতারক চক্রের আরো ৬ সদস্য আটক

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

নাটোরের লালপুরে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ৬ সদস্য কে আটক করেছে র‌্যাব।
আটককৃতরা হলো- লালপুর উপজেলার নাগশোষা এলাকার মৃত ওসমান গনির ছেলে সিরাজুল ইসলাম পাকা, মহারাজপুর এলাকার লায়েব উদ্দিন এর ছেলে মোঃ ফজলুর রহমা রুনু, রামকৃষ্ণপুর এলাকার মৃৃত নছিম উদ্দিন এর ছেলে নাজমুল, গহুবিল এলাকার সাজদার রহমান এর ছেলে মেহেদী হাসান রাজা, রামকৃষ্ণপুর গ্রামের শওকত আলীর ছেলে আবুল কালাম আজাদ ও আশাদুল ইসলাম এর ছেলে আশিক আহমেদ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সিপিসি-২, নাটোর ক্যাম্পএর একটি অপারেশন দল রাত ৫ টা হতে দুপুর ৩.৪৫ মিনিটি পর্যন্ত উপজেলার মহারাজপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় আটককৃতদের নিকট থেকে ১৬টি মোবাইল ফোন, ৪২টি সিমকার্ড জব্দ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ